অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’
১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৫ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৯ মিনিট আগে