Ajker Patrika

পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২২, ২০: ২১
পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পদ্মা সেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, এটা বাঙালি জাতির মর্যাদারও প্রতীক।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘হাসিনোমিক্স: বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট মিরাকল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘গত ১৩ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগিয়েছে তা বলার দরকার হয় না। ঘর থেকে বের হলে প্রতিদিন দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ এগিয়ে গেছে সেটা সর্বজনস্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সারা বিশ্বে উন্নয়নের পথ দেখাচ্ছেন তা নয়, শান্তির পথও দেখাচ্ছেন।’ 

দীপু মনি আরও বলেন, ‘গত ১০০ বছরে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছিল, শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর ৫ বছরে তা ৫ গুণ বাড়িয়ে ছিলেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর বিদ্যুতে উন্নয়ন আরও বেশি হয়েছে। এখন প্রায় শতভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি হয়েছে।’ 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. সেলিম মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত