সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘১৯৯৯ সালের উপনির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যদি ভোট চুরি না করত, ভোট ডাকাতি না করত, তাহলে গামছার দলের জন্ম হতো না–কৃষক শ্রমিক জনতা লীগ গঠন হতো না।’
আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নে কাশেম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আগামী ৫ জুন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন সজীবের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।
কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘আমি যতবার মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর মাজারে গিয়েছি, ততবার এই গামছা দিয়ে তাঁদের মাজার মুছে দিয়েছি, পরিষ্কার করেছি। তাই এই গামছার চেয়ে আমার কাছে প্রিয় কোনো জিনিস নাই। আমার কাছে আমার মা–মাটি যেমন প্রিয়, তেমনি গামছাও খুব প্রিয়।’
ভোটারদের উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আগামী ৫ জুন উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের নিজস্ব প্রতীকে ভোট দেবেন। এই গামছা মার্কা সৃষ্টি করেছেন সখীপুর ও বাসাইলের মানুষ। এই নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র জাতীয় প্রতীক ‘গামছা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই আপনারা আপনাদের প্রতীকে ভোট দিয়ে একজন পাহারাদার নির্বাচন করুন।’
পথসভায় আরও বক্তব্য দেন– কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কৃষক শ্রমিক জনতা লীগের হাতীবান্ধা ইউনিয়ন কমিটির সভাপতি বিধূ ভূষণ সরকার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আবু রায়হান প্রমুখ।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘১৯৯৯ সালের উপনির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যদি ভোট চুরি না করত, ভোট ডাকাতি না করত, তাহলে গামছার দলের জন্ম হতো না–কৃষক শ্রমিক জনতা লীগ গঠন হতো না।’
আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নে কাশেম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আগামী ৫ জুন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন সজীবের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।
কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘আমি যতবার মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর মাজারে গিয়েছি, ততবার এই গামছা দিয়ে তাঁদের মাজার মুছে দিয়েছি, পরিষ্কার করেছি। তাই এই গামছার চেয়ে আমার কাছে প্রিয় কোনো জিনিস নাই। আমার কাছে আমার মা–মাটি যেমন প্রিয়, তেমনি গামছাও খুব প্রিয়।’
ভোটারদের উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আগামী ৫ জুন উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের নিজস্ব প্রতীকে ভোট দেবেন। এই গামছা মার্কা সৃষ্টি করেছেন সখীপুর ও বাসাইলের মানুষ। এই নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র জাতীয় প্রতীক ‘গামছা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই আপনারা আপনাদের প্রতীকে ভোট দিয়ে একজন পাহারাদার নির্বাচন করুন।’
পথসভায় আরও বক্তব্য দেন– কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কৃষক শ্রমিক জনতা লীগের হাতীবান্ধা ইউনিয়ন কমিটির সভাপতি বিধূ ভূষণ সরকার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আবু রায়হান প্রমুখ।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৪ ঘণ্টা আগে