Ajker Patrika

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: জাবি শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৪
ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: জাবি শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের দায়ে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনিকে বহিষ্কারসহ তিন দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরে সেটি রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

শিক্ষার্থীদের অন্য দাবি দুটি হলো—জনির দায়মুক্তির ষড়যন্ত্রে প্রক্টর ও সহকারী প্রক্টরের সংশ্লিষ্টতার তদন্ত এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ সাপেক্ষে এক মাসের মধ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা। 

সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনি তার অপকর্ম দিয়ে বিশ্ববিদ্যালয়কে অপকর্মের অতুরঘরে পরিণত করেছে। তিনি স্পষ্টত আইন লঙ্ঘন করেছেন। তার অপরাধ তদন্তের ক্ষেত্রে নিজ দলীয় লোক দিয়ে তদন্ত কমিটি গঠন করে সাদা কাগজের রিপোর্ট প্রদান করা হয়েছে। ফলে সুষ্ঠু তদন্ত হয়নি।’ 

সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘শিক্ষকদের যেখানে জ্ঞানের কথা বলার কথা, সেখানে অনেকে বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন মার্ক বৃদ্ধি, শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে শিক্ষক বানানোর প্রলোভন দেখানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি ছাত্রদের ‘‘ফকিন্নির বাচ্চা’’ মতো শব্দ উচ্চারণ করে অশিক্ষকসুলভ আচরণও করছেন।’ 

জাবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘নারী নিপীড়নের সঙ্গে, একাডেমিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একজন শিক্ষক কোন ক্ষমতাবলে ক্যাম্পাসে বিনা বিচারে থাকতে পারে তাই বুঝতে পারি না। তদন্তে প্রাথমিক সত্যতা যাচাই কমিটিকে প্রথম থেকেই ভয় পাচ্ছিলাম কারণ তারা ছিল দলীয় লোক। এই প্রহসনমূলক তদন্তের নিন্দা জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত