উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তিন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে চৈতি গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখিয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন চালাবনের চৈতি গার্মেন্টস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে আজমপুর রেলগেট এলাকার দিকে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়।
শুরুতে শ্রমিকেরা আজমপুর টু উত্তরখান সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে গার্মেন্টসটির সামনে বিক্ষোভ দেখান। ২০-২৫ মিনিট অবরোধের পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে উত্তরার আজমপুরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আজমপুর রেলগেট এলাকায় পুলিশি বাধায় বেলা ১১টার দিকে তা পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা চলে যান।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চৈতি গার্মেন্টসের তিনজন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস মালিকপক্ষের কিছু শ্রমিক ও বহিরাগত লোকজন। ওই হামলার প্রতিবাদে পাঁচ দিন ধরে আন্দোলন চলছে। তবু আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ।
তবে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। শ্রমিকদের দুই পক্ষই মারামারি করছে। পরে দুই পক্ষেরই মামলা হয়েছে। দুই পক্ষেরই মামলা শতভাগ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো চাই গার্মেন্টস সুন্দরভাবে চলুক। গার্মেন্টস দেশের সম্পদ। শ্রমিকেরা তো এগুলো বোঝে না।’
জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে গতকাল (শুক্রবার ১৬ ডিসেম্বর) উভয় পক্ষের সঙ্গে মিটিং হয়েছে। তারা (উভয় পক্ষ) মেনেও নিয়েছে। মেনে নেওয়ার পরও তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই। ওই মিটিংয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছিল। সেখানে বলা হয়েছে, গার্মেন্টস চলবে এবং শ্রমিকেরা কাজ করবে।’
দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকেরা। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন শ্রমিককে ফোনে কারখানার বাইরে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)।
তখন আহত শ্রমিক ও তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীরা অংশ নেয়।
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তিন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে চৈতি গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখিয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন চালাবনের চৈতি গার্মেন্টস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে আজমপুর রেলগেট এলাকার দিকে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়।
শুরুতে শ্রমিকেরা আজমপুর টু উত্তরখান সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে গার্মেন্টসটির সামনে বিক্ষোভ দেখান। ২০-২৫ মিনিট অবরোধের পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে উত্তরার আজমপুরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আজমপুর রেলগেট এলাকায় পুলিশি বাধায় বেলা ১১টার দিকে তা পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা চলে যান।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চৈতি গার্মেন্টসের তিনজন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস মালিকপক্ষের কিছু শ্রমিক ও বহিরাগত লোকজন। ওই হামলার প্রতিবাদে পাঁচ দিন ধরে আন্দোলন চলছে। তবু আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ।
তবে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। শ্রমিকদের দুই পক্ষই মারামারি করছে। পরে দুই পক্ষেরই মামলা হয়েছে। দুই পক্ষেরই মামলা শতভাগ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো চাই গার্মেন্টস সুন্দরভাবে চলুক। গার্মেন্টস দেশের সম্পদ। শ্রমিকেরা তো এগুলো বোঝে না।’
জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে গতকাল (শুক্রবার ১৬ ডিসেম্বর) উভয় পক্ষের সঙ্গে মিটিং হয়েছে। তারা (উভয় পক্ষ) মেনেও নিয়েছে। মেনে নেওয়ার পরও তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই। ওই মিটিংয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছিল। সেখানে বলা হয়েছে, গার্মেন্টস চলবে এবং শ্রমিকেরা কাজ করবে।’
দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকেরা। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন শ্রমিককে ফোনে কারখানার বাইরে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)।
তখন আহত শ্রমিক ও তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীরা অংশ নেয়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গত রোববার (১৭ আগস্ট) থেকে চলমান আমরণ অনশন করা বাকি শিক্ষার্থীরাও ডাবের পানি খেয়ে অনশন ভেঙেছেন।
২০ মিনিট আগেলালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৭ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৭ ঘণ্টা আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৮ ঘণ্টা আগে