Ajker Patrika

কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চুরি ৬৬ লাখ টাকার যন্ত্রাংশসহ সিআইডির হাতে গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৪: ৫৩
কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চুরি ৬৬ লাখ টাকার যন্ত্রাংশসহ সিআইডির হাতে গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় ৬৬ লাখ টাকার অত্যাধুনিক যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাজধানী ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুর রহমান (৩৫), রবিউল ইসলাম (৩১) ও এফ এম রেজাউল করিম (৬০)।

কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ সিআইডি কার্যালয় সূত্র জানায়, গত ১২ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৬৫ লাখ ৮৩ হাজার ২৫০ টাকার চক্ষু পরীক্ষার মেশিনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। এ ঘটনায় ১৩ মে ওই হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান মামলাটি তদন্ত করেন। গত ২৫ জুন পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তভার পায় সিআইডি। অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সিআইডি।

কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ বলেন, ‘চক্ষু হাসপাতালের চুরির ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি। তাতে অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অন্য আসামিদেরও শনাক্ত করেছি আমরা। শিগগিরই তাঁদেরও গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।’

মুহাম্মদ ফরহাদ আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিরা চুরির ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। তাঁরা অত্যাধুনিক যন্ত্রাংশগুলো বিক্রির চেষ্টা করছিলেন। আরও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ সোমবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত