কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় ৬৬ লাখ টাকার অত্যাধুনিক যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাজধানী ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুর রহমান (৩৫), রবিউল ইসলাম (৩১) ও এফ এম রেজাউল করিম (৬০)।
কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ সিআইডি কার্যালয় সূত্র জানায়, গত ১২ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৬৫ লাখ ৮৩ হাজার ২৫০ টাকার চক্ষু পরীক্ষার মেশিনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। এ ঘটনায় ১৩ মে ওই হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান মামলাটি তদন্ত করেন। গত ২৫ জুন পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তভার পায় সিআইডি। অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সিআইডি।
কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ বলেন, ‘চক্ষু হাসপাতালের চুরির ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি। তাতে অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অন্য আসামিদেরও শনাক্ত করেছি আমরা। শিগগিরই তাঁদেরও গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।’
মুহাম্মদ ফরহাদ আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিরা চুরির ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। তাঁরা অত্যাধুনিক যন্ত্রাংশগুলো বিক্রির চেষ্টা করছিলেন। আরও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ সোমবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
কিশোরগঞ্জের একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় ৬৬ লাখ টাকার অত্যাধুনিক যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাজধানী ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুর রহমান (৩৫), রবিউল ইসলাম (৩১) ও এফ এম রেজাউল করিম (৬০)।
কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ সিআইডি কার্যালয় সূত্র জানায়, গত ১২ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৬৫ লাখ ৮৩ হাজার ২৫০ টাকার চক্ষু পরীক্ষার মেশিনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। এ ঘটনায় ১৩ মে ওই হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান মামলাটি তদন্ত করেন। গত ২৫ জুন পুলিশ সদর দপ্তরের আদেশে মামলাটির তদন্তভার পায় সিআইডি। অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সিআইডি।
কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুহাম্মদ ফরহাদ বলেন, ‘চক্ষু হাসপাতালের চুরির ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি। তাতে অল্প সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অন্য আসামিদেরও শনাক্ত করেছি আমরা। শিগগিরই তাঁদেরও গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।’
মুহাম্মদ ফরহাদ আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিরা চুরির ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। তাঁরা অত্যাধুনিক যন্ত্রাংশগুলো বিক্রির চেষ্টা করছিলেন। আরও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ সোমবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন
৩৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার (১৯ আগস্ট)। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
১ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লালকে (২৯) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার মধ্যরাতে সাভারের শামলাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির
১ ঘণ্টা আগে