Ajker Patrika

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার।

গতকাল সোমবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর হাতিরপুল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বক্তব্য অনুযায়ী তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। পিনাক রঞ্জনকে তাঁর হাতিরপুলের বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়। থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস্পাতালে নেওয়া হয়।

পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তাঁর রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তাঁর অফিসে ছিল। সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ অর্ণব আরও বলেন, ‘পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন।

নিজের আবেগ,অনুভূতি, হতাশা খুব একটা প্রকাশ করতেন না। তবে তাঁর কাছের বন্ধুরা তাঁকে গত কয়েকদিন হতাশায় ভুগতে দেখেছেন। এ হতাশার কারণ অস্পষ্ট। ধারণা করা হচ্ছে পিনাক রঞ্জন এ হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘চারুকলা অনুষদের শিক্ষার্থী পিনাক রঞ্জনের মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইস্রাফিল প্রাং গিয়েছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। এ বিষয়ে সহকারী প্রক্টর ইস্রাফিল প্রাংএর সাথে একাধিকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত