নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজিজুর রহমান নামে এক ব্যক্তির ভুয়া পরোয়ানায় কারাবাসের ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ভুয়া পরোয়ানায় ১০০ দিন কারাগারে থাকা আজিজুর রহমানকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বুধবার আজিজুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপরিদর্শক, ঢাকা, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, মাদারীপুর, জামালপুর, গাজীপুরের পুলিশ সুপার, জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ ইউনুস আলী রবি। তিনি বলেন, ‘গাজীপুরের জয়দেবপুর থানায় ২০১৭ সালের ২০ মার্চ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। মামলার বাদী জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. জামাল উদ্দিন। ওই মামলায় ২০১৮ সালের ৬ মার্চ তাকে গ্রেপ্তার করে সাভার থানা-পুলিশ। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
আইনজীবী রবি বলেন, কয়েক দিন সেখানে থাকার পর আবদুল আজিজকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর তিন দিন পর সেখান থেকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। এভাবে দেশের বিভিন্ন কারাগারে ১০০ দিন কারাভোগ করার পর ২০১৮ সালের ১২ জুন তিনি মুক্তি পান। জয়দেবপুর ছাড়াও চট্টগ্রামে তিনটি মাদক ও একটি ধর্ষণ, রাজধানীর মিরপুরে দুইটি ধর্ষণ, জামালপুরে দুটি মারামারি, মাদারীপুরে একটি ডাকাতির মিথ্যা মামলায় পরোয়ানার মাধ্যমে আজিজকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান এই আইনজীবী।
নথি থেকে জানা যায়, মিরপুরের মামলার বাদী বিলকিছ আক্তার নামের এক নারী, চট্টগ্রামের কোতোয়ালি থানার তিন মামলার বাদী হলেন–এসআই ফিরোজ আলম, এসআই বিকাশ চন্দ্র শীল ও এসআই দেলোয়ার হোসেন। চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলার বাদী এসআই আব্দুর রহীম।
ভুক্তভোগী সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘দীর্ঘ দিন আমি প্রবাসে ছিলাম। দেশে ফিরে কৃষি কাজ করছি। আমার স্ত্রী সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হলে পরাজিত প্রার্থীর স্বজনদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। আমি কারাগারে যাওয়ার পর তারা আমার জমি দখল করে ঘর তৈরি করেছে। আমি সব সময় মাদকের বিরুদ্ধে ছিলাম। এ জন্যও তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। জড়িতদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ চাই।’
আজিজুর রহমান নামে এক ব্যক্তির ভুয়া পরোয়ানায় কারাবাসের ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ভুয়া পরোয়ানায় ১০০ দিন কারাগারে থাকা আজিজুর রহমানকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ বুধবার আজিজুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপরিদর্শক, ঢাকা, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, মাদারীপুর, জামালপুর, গাজীপুরের পুলিশ সুপার, জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ ইউনুস আলী রবি। তিনি বলেন, ‘গাজীপুরের জয়দেবপুর থানায় ২০১৭ সালের ২০ মার্চ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। মামলার বাদী জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. জামাল উদ্দিন। ওই মামলায় ২০১৮ সালের ৬ মার্চ তাকে গ্রেপ্তার করে সাভার থানা-পুলিশ। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
আইনজীবী রবি বলেন, কয়েক দিন সেখানে থাকার পর আবদুল আজিজকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর তিন দিন পর সেখান থেকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। এভাবে দেশের বিভিন্ন কারাগারে ১০০ দিন কারাভোগ করার পর ২০১৮ সালের ১২ জুন তিনি মুক্তি পান। জয়দেবপুর ছাড়াও চট্টগ্রামে তিনটি মাদক ও একটি ধর্ষণ, রাজধানীর মিরপুরে দুইটি ধর্ষণ, জামালপুরে দুটি মারামারি, মাদারীপুরে একটি ডাকাতির মিথ্যা মামলায় পরোয়ানার মাধ্যমে আজিজকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান এই আইনজীবী।
নথি থেকে জানা যায়, মিরপুরের মামলার বাদী বিলকিছ আক্তার নামের এক নারী, চট্টগ্রামের কোতোয়ালি থানার তিন মামলার বাদী হলেন–এসআই ফিরোজ আলম, এসআই বিকাশ চন্দ্র শীল ও এসআই দেলোয়ার হোসেন। চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলার বাদী এসআই আব্দুর রহীম।
ভুক্তভোগী সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘দীর্ঘ দিন আমি প্রবাসে ছিলাম। দেশে ফিরে কৃষি কাজ করছি। আমার স্ত্রী সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হলে পরাজিত প্রার্থীর স্বজনদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। আমি কারাগারে যাওয়ার পর তারা আমার জমি দখল করে ঘর তৈরি করেছে। আমি সব সময় মাদকের বিরুদ্ধে ছিলাম। এ জন্যও তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। জড়িতদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ চাই।’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
২৯ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৭ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে