নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ—দুটোই বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্ভোগে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।
আজ শনিবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘বৈশ্বিকভাবে শিখুন, স্থানীয় পর্যায়ে প্রয়োগ করুন: বাংলাদেশ পরিকল্পনা পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ আনিসুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে। ১৯০০ সাল থেকে যদি আমরা বৈশ্বিক নগরায়ণ দেখি, তাহলে দেখা যায়, নগরায়ণ বেড়েছে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও অনেক বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই পর্যায়ে থাকবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ খাল বেদখল হয়ে গেছে। জলাধার ও খালি জায়গাগুলো নানাভাবে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন হাতিরঝিলে রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এত সুন্দর হাতিরঝিলে চিটাগাং রোডের সব গাড়ি নামিয়ে দেবেন? আমরা এ এক্সপ্রেসওয়ে হাতিরঝিলে নামতে দেব না।’
মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি অপরিকল্পিত কাজ করে, তাহলে সাধারণ লোকজন কী করবে।’
সেমিনারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।
বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ইউএন-হ্যাবিটেট এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।
বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ—দুটোই বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্ভোগে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।
আজ শনিবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘বৈশ্বিকভাবে শিখুন, স্থানীয় পর্যায়ে প্রয়োগ করুন: বাংলাদেশ পরিকল্পনা পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ আনিসুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে। ১৯০০ সাল থেকে যদি আমরা বৈশ্বিক নগরায়ণ দেখি, তাহলে দেখা যায়, নগরায়ণ বেড়েছে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও অনেক বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই পর্যায়ে থাকবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ খাল বেদখল হয়ে গেছে। জলাধার ও খালি জায়গাগুলো নানাভাবে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন হাতিরঝিলে রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এত সুন্দর হাতিরঝিলে চিটাগাং রোডের সব গাড়ি নামিয়ে দেবেন? আমরা এ এক্সপ্রেসওয়ে হাতিরঝিলে নামতে দেব না।’
মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি অপরিকল্পিত কাজ করে, তাহলে সাধারণ লোকজন কী করবে।’
সেমিনারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ।
বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ইউএন-হ্যাবিটেট এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
১০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৮ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৪২ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে