সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’
শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিছু গাড়ি উল্টো পথে প্রবেশ করায় এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’
শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিছু গাড়ি উল্টো পথে প্রবেশ করায় এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২০ মিনিট আগে