নিজস্ব প্রতিবেদক ঢাকা
‘২০০৮ সালে একটা অরাজকতা পরিস্থিতির মধ্যেই আমরা ক্ষমতা নিয়েছি। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই শুরু থেকেই বিএনপি-জামাত জোট একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। এ ছাড়া জনগণ যখন তাদেরকে আর আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না, তখন তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। এসব বিষয় নিয়েই আমরা কাজ করছি। বিদেশিরা যেসব ভ্রান্ত ধারণা নিয়ে আছে, এটা অচিরেই দূর করা হবে।’
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানী রাজার বাগ পুলিশ লাইনস অডিটোরিয়াম রুমে পুলিশ সপ্তাহ শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আজকে র্যাব জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। যেখানেই অসম্ভব মনে হয়েছে সেখানেই রায়ের আলো জ্বালিয়ে দিয়েছে। আজকে শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব ভূমিকা পালন করেছে। এ সময় জঙ্গিতে জড়িয়ে পড়া পরিবারের সদস্যরা র্যাবের কাছে এসে পরিবারের সদস্যদের র্যাবের হাতে তুলে দিয়েছে। যে তার পরিবারের সদস্য জঙ্গিতে জড়িয়ে পড়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত কিছুর পরেও র্যাবের বিরুদ্ধে কেন এখন নিষেধাজ্ঞা আসেনশন হয়, সে বিষয়টি আমরা দেখছি, জাতীয় সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া বর্তমান সরকারের সময়ে র্যাবের দক্ষতার জন্য আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি।’
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসার বিষয়ে সংস্থাটিকে ঢেলে সাজানো হবে কিনা গণমাধ্যমে করা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব বিএনপি সরকারের সময় গঠিত বাহিনী। বর্তমান সরকারের সময়ে র্যাব জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারা সবক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে।’
আসাদুজ্জামান বলেন, ‘বিশ্বব্যাপী যখন জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল, তখন বাংলাদেশের এই বাহিনীটি জঙ্গি দমনে নব দিগন্ত উন্মোচিত করেছে। এ ছাড়া জঙ্গি, সন্ত্রাস দমন, জলদস্যু, চরমপন্থী ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।’
পুলিশ সপ্তাহ শেষ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। এ ছাড়া বাহিনীতে বেশ কয়েকটি ইউনিট নতুন করে সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া পুলিশকে বিশ্বমানের করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। ’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যেকোনো ধরনের পরিস্থিতিতে পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় করে আসছে। এতে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্য যেসব দাবিদাওয়া আছে তা সবগুলোই যৌক্তিক।’
‘২০০৮ সালে একটা অরাজকতা পরিস্থিতির মধ্যেই আমরা ক্ষমতা নিয়েছি। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই শুরু থেকেই বিএনপি-জামাত জোট একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। এ ছাড়া জনগণ যখন তাদেরকে আর আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না, তখন তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। এসব বিষয় নিয়েই আমরা কাজ করছি। বিদেশিরা যেসব ভ্রান্ত ধারণা নিয়ে আছে, এটা অচিরেই দূর করা হবে।’
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানী রাজার বাগ পুলিশ লাইনস অডিটোরিয়াম রুমে পুলিশ সপ্তাহ শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আজকে র্যাব জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। যেখানেই অসম্ভব মনে হয়েছে সেখানেই রায়ের আলো জ্বালিয়ে দিয়েছে। আজকে শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব ভূমিকা পালন করেছে। এ সময় জঙ্গিতে জড়িয়ে পড়া পরিবারের সদস্যরা র্যাবের কাছে এসে পরিবারের সদস্যদের র্যাবের হাতে তুলে দিয়েছে। যে তার পরিবারের সদস্য জঙ্গিতে জড়িয়ে পড়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত কিছুর পরেও র্যাবের বিরুদ্ধে কেন এখন নিষেধাজ্ঞা আসেনশন হয়, সে বিষয়টি আমরা দেখছি, জাতীয় সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া বর্তমান সরকারের সময়ে র্যাবের দক্ষতার জন্য আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি।’
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসার বিষয়ে সংস্থাটিকে ঢেলে সাজানো হবে কিনা গণমাধ্যমে করা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব বিএনপি সরকারের সময় গঠিত বাহিনী। বর্তমান সরকারের সময়ে র্যাব জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারা সবক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে।’
আসাদুজ্জামান বলেন, ‘বিশ্বব্যাপী যখন জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল, তখন বাংলাদেশের এই বাহিনীটি জঙ্গি দমনে নব দিগন্ত উন্মোচিত করেছে। এ ছাড়া জঙ্গি, সন্ত্রাস দমন, জলদস্যু, চরমপন্থী ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।’
পুলিশ সপ্তাহ শেষ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। এ ছাড়া বাহিনীতে বেশ কয়েকটি ইউনিট নতুন করে সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া পুলিশকে বিশ্বমানের করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। ’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যেকোনো ধরনের পরিস্থিতিতে পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় করে আসছে। এতে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্য যেসব দাবিদাওয়া আছে তা সবগুলোই যৌক্তিক।’
‘দুই সপ্তাহ ধইরা পোলাডা ইলিশ মাছ খাওনের লাইগা বায়না ধরছে। কিন্তু ইলিশ কিনার সাহস করতে পারি নাই। আজকা সাহস কইরা আইসিলাম ছোট একটা মাছ কিনতে। কিন্তু তাও পারলাম না। ছোট ছোট ইলিশ মাছের দাম চায় ১ হাজার ২০০ টেয়া। কেমনে কিনমু। এক কেজি ইলিশ কিনলে আমার দুই সপ্তাহের বাজার খরচ শেষ...
৬ মিনিট আগেনারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের পাঁচটি হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার বাদীকে খুঁজে না পাওয়া, একাধিক থানায় একই ঘটনার মামলা দায়ের এবং ঘটনাস্থল থানার বাইরে হওয়ায় এই প্রতিবেদন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগেরাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলশানের কালাচাঁদপুরে কলেজ ছাত্র রাফসান সামি হত্যার ঘটনায় অভিযুক্ত সৎ ভাই জানে আলমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বারিধারা ডিওএইচএস মোড়ে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে