Ajker Patrika

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, সাভারের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকা থেকে আতিকুর রহমান সুইটকে (৫৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তিনি ইমপেক্স ল্যাবরেটরি নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। একটি মোবাইল ফোন ছাড়া তাঁর কাছ থেকে আর কিছুই পাওয়া যায়নি। 

এটিইউ বলছে, সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আল্লাহর দল’-এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলেন তিনি। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। গ্রেপ্তারকৃতরা হলেন-সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন, সোহেল রানা, রবি আহমেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মনিরুজ্জামান মিলন। 

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকেই আতিকুর রহমান সুইটের বিষয়ে তথ্য পাওয়া যায়। তাঁকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত