ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরায় বামৈল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নাহিদ ইসলাম (১৩) নামে এক কিশোর মারা গেছে। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বামৈল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাহিদ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল নাহিদ। তার পরিবার ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায় থাকে। নাহিদ ডেমরা বামৈল এলাকায় জামিয়া কারামিয়া নামে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।
ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশাচালক মো. রোমান বলেন, ‘সন্ধ্যার দিকে বামৈল ব্রিজের পাশ দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে বাইসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার পাশে মোটরসাইকেলসহ তিনজন পড়ে আছে। তখন অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে ওই কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলচালক ও আরোহীরা স্থানীয় কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত নাহিদের বাবা জাহাঙ্গীর আলম। তিনি জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায় থাকেন। নাহিদ ডেমরা বামৈল এলাকায় জামিয়া কারামিয়া নামে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।
নাহিদের বাবা আরও জানান, দুই-এক দিন পরপর মাদ্রাসা থেকে হেঁটে বাসায় আসত নাহিদ। আজ সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল সে। তবে তার নিজের কোনো সাইকেল ছিল না। কার সাইকেল চালিয়ে যাচ্ছিল, তা তিনি জানেন না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় ডেমরা থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
রাজধানীর ডেমরায় বামৈল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নাহিদ ইসলাম (১৩) নামে এক কিশোর মারা গেছে। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বামৈল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাহিদ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল নাহিদ। তার পরিবার ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায় থাকে। নাহিদ ডেমরা বামৈল এলাকায় জামিয়া কারামিয়া নামে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।
ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশাচালক মো. রোমান বলেন, ‘সন্ধ্যার দিকে বামৈল ব্রিজের পাশ দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে বাইসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার পাশে মোটরসাইকেলসহ তিনজন পড়ে আছে। তখন অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে ওই কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলচালক ও আরোহীরা স্থানীয় কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত নাহিদের বাবা জাহাঙ্গীর আলম। তিনি জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায় থাকেন। নাহিদ ডেমরা বামৈল এলাকায় জামিয়া কারামিয়া নামে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।
নাহিদের বাবা আরও জানান, দুই-এক দিন পরপর মাদ্রাসা থেকে হেঁটে বাসায় আসত নাহিদ। আজ সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল সে। তবে তার নিজের কোনো সাইকেল ছিল না। কার সাইকেল চালিয়ে যাচ্ছিল, তা তিনি জানেন না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় ডেমরা থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে