Ajker Patrika

রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ

রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ

রংপুরে মাহিগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করে র‍্যাব। এ সময় অভিযুক্ত তরুণ মো. রিয়াল মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাওয়াল রাজাবাড়ি এলাকার বাজারপাড়া থেকে তাঁদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগাছার নাগদাহ এলাকার মো. মোকলেছুর রহমানের ছেলে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন। তিনি বলেন, রাজাবাড়ি এলাকার বাজারপাড়া গ্রামে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরী ও আসামিকে উদ্ধার করা হয়। এ সময় আসামি একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, গত ১০ আগস্ট সকালে মাহিগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত রিয়াল ওই কিশোরীকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে। কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পায়নি। পরে বাদী হয়ে মাহিগঞ্জ থানায় রিয়ালসহ সহযোগী আরও পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন বলেন, গ্রেপ্তার তরুণের নামে অপহরণের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামলা দায়েরের পর থেকে শ্রীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। তাঁদের মাহিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত