Ajker Patrika

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেপ্তারে আসকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেপ্তারে আসকের উদ্বেগ

মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের জামিনের জন্য দুইবার আবেদন করা হলেও জামিন মঞ্জুর করা হয়নি। শিক্ষকের পরিবার তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওই শিক্ষকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি ও একই সঙ্গে নিরপেক্ষ তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আসক। পাশাপাশি শিক্ষকের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আসক। 

গণমাধ্যমসূত্রে আসক জানতে পেরেছে, গত ২০ মার্চ মুন্সিগঞ্জে জেলা সদরের বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক-হৃদয় চন্দ্র মণ্ডল দশম শ্রেণির মানবিক শাখার ক্লাস নিচ্ছিলেন। সেখানে একটি বিষয় নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। একপর্যায়ে এক শিক্ষার্থী ওই কথোপকথন রেকর্ড করে যা পরবর্তীতে এলাকার অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হৃদয় চন্দ্র মণ্ডলকে স্কুল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে একপর্যায়ে সেখানে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরে থেকে লোকজন অংশ নেয় বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়। আরও জানা যায়, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে ওই বিদ্যালয়ের অফিস সহকারী বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ মামলা করেন। শিক্ষক হৃদয়ের পরিবারের অভিযোগ যে, ওই শিক্ষককে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছে। তাঁর পরিবার বর্তমানে চরম ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। সামাজিকভাবে হয়রানির ভয়ে শিক্ষকের ছেলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। 

আইন ও সালিশ কেন্দ্র বলছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এটি স্পষ্ট যে এ ঘটনায় একটি অপশক্তির ইন্ধন রয়েছে যারা ধর্মকে পুঁজি করে বিদ্বেষ আর উত্তেজনা তৈরি করছে। আসক মনে করে, গণিত ও বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অবিলম্বে মুক্তি প্রদান এবং তাঁর পরিবারের নিরাপত্তা প্রদানের পাশাপাশি এ ঘটনার সঙ্গে কারা জড়িত, এ ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা কী ছিল-সে বিষয়টি দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যকীয়। 

এ ধরনের ঘটনা শিক্ষকদের মধ্যে শঙ্কা ও উদ্বেগের উদ্রেক ঘটাবে, যা বিজ্ঞান শিক্ষা, জাতির বিকাশ ও উন্নয়নে চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত