Ajker Patrika

আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের পুরানবাজার সংলগ্ন গোরইন চত্বরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. ওহিদুল ইসলাম ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জলিল উদ্দিন বেপারীর ছেলে মো. নান্না মিয়া। দন্ডপ্রাপ্ত দুজনই ড্রেজারের মালিক।

madaripur-2মাদারীপুর ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নদ থেকে অবৈধভাবে বালু বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত