Ajker Patrika

সিঙ্গাইরে শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০: ৩৪
সিঙ্গাইরে শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জের সিঙ্গাইরে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেভ দ ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি। অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সংগঠন একজন বাংলাদেশ।

একজন বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান নাফিসা আঞ্জুম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোয়াত আবেদিন, খুলনা জেলার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত