Ajker Patrika

‘এশিয়া-প্যাসিফিকের ৪০ শতাংশেরই স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের সামর্থ্য নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪: ৪৫
‘এশিয়া-প্যাসিফিকের ৪০ শতাংশেরই স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের সামর্থ্য নেই’

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনসংখ্যার ৪০ শতাংশেরই স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ করার সামর্থ্য নেই বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এএফওর ৩৬তম আঞ্চলিক সম্মেলনের প্রথম দিনে সচিব পর্যায়ের ও সিনিয়র কর্মকর্তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রবার্ট ডি. সিম্পসনস বলেন, ‘এই সম্মেলনে আমরা রিভিউ করেছি গত কয়েক বছরে কী কী কাজ করেছি। আগামী পাঁচ বছরে আমরা কী কাজ করব, সেটাও এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারব।’ 

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘কৃষি খাতে বাংলাদেশের অবস্থান যে যথেষ্ট সম্মানের জায়গায় গিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। আমরা বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় হয়েছি। পেঁয়াজসহ বিভিন্ন জিনিসপত্র উৎপাদনে বিশাল ইতিবাচক উন্নয়ন বিশ্বব্যাপী প্রসংসিত হয়। ফলে গত বছর নেপালে সিদ্ধান্ত হয় যে, এই সম্মেলন বাংলাদেশে হবে। এটি বাংলাদেশের জন্য গর্বের। এই সম্মেলনের মধ্য দিয়ে কৃষিতেও যে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণিতত হবে। পাশাপাশি কৃষিতে বাংলাদেশের উন্নয়ন এই সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানবে।’ 

কৃষি খাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কেমন পড়বে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধের কারণে বিভিন্ন দেশে কৃষিপণ্যের দাম বেড়েছে। আমাদের কৃষি খাতেও এর প্রভাব পড়তে পারে। বাংলাদেশ বেলারুশ ও রাশিয়া থেকে সার আমদানি করে থাকে।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে প্রধান পুষ্টি সমস্যাগুলো মোকাবিলা করা। জলবায়ু সংকটের জন্য চলমান ব্যাঘাতের ফলে প্রাণী ও ফসলের রোগ এবং খাদ্য ও কৃষি উৎপাদনের জন্য হুমকিগুলোও বৃদ্ধি পাবে। তাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে উন্নত বাস্তুতন্ত্রের প্রতিক্রিয়াও সম্মেলনের আরেকটি মূল বিষয়। বিশ্বের বৃহত্তম এবং ক্ষুধার্ত অঞ্চলে কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরকে সাহায্য করার জন্য উদ্ভাবন, বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন প্রয়োগের অগ্রগতি বিবেচনাও এই সম্মেলনের প্রধান বিষয়গুলোর একটি। 

জানা গেছে, ভার্চুয়ালি ও সশরীরে আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনে ৪২টি দেশ ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১২ জন মন্ত্রী সশরীরে অংশগ্রহণ করবেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৮৮৫ জন নিবন্ধন করেছেন, যা এপিআরসি সম্মেলনে অংশগ্রহণের সর্বোচ্চ রেকর্ড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত