নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার, তা এখনো ঠিক না হওয়ায় আগামীকালের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চাঁদ দেখা সাপেক্ষে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আজ ঈদের চাঁদ দেখা না গেলে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। এখন যে কয়টা ট্রেন যে সময়ে চলছে, আগামীকালও একইভাবে চলবে।’
এর আগে, গত ২৪ মার্চ শুরু হয় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ হয় ৩০ মার্চ। আর ৩ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি, যা আজ শেষ হবে। তবে কাল ঈদ হলে আগামী ১১ ও ১২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর কাল ঈদ না হলে আগামী ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি করা হবে বলেও জানান মাসুদ সারওয়ার।
এদিকে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ বিষয়ে মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গতকাল কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসেও অনেক চাপ পড়েছে। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ করা গেছে।’
মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় তাদের ছাদ থেকে নামানো যায়নি।’
ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার, তা এখনো ঠিক না হওয়ায় আগামীকালের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চাঁদ দেখা সাপেক্ষে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আজ ঈদের চাঁদ দেখা না গেলে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। এখন যে কয়টা ট্রেন যে সময়ে চলছে, আগামীকালও একইভাবে চলবে।’
এর আগে, গত ২৪ মার্চ শুরু হয় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ হয় ৩০ মার্চ। আর ৩ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি, যা আজ শেষ হবে। তবে কাল ঈদ হলে আগামী ১১ ও ১২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর কাল ঈদ না হলে আগামী ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি করা হবে বলেও জানান মাসুদ সারওয়ার।
এদিকে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ বিষয়ে মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গতকাল কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসেও অনেক চাপ পড়েছে। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ করা গেছে।’
মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় তাদের ছাদ থেকে নামানো যায়নি।’
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
২০ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩৪ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে