জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’
সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’
সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৩ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৭ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে