Ajker Patrika

মাসুদ রানা সিরিজের মালিকানা আব্দুল হাকিমের, হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৫২
মাসুদ রানা সিরিজের মালিকানা আব্দুল হাকিমের, হাইকোর্টের রায়

সেবা প্রকাশনীর ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা আব্দুল হাকিমের বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই রায় দেন। সেই সঙ্গে ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব জব্দ রাখার নির্দেশনা দিয়েছেন আদালত। 

শেখ আব্দুল হাকিম ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কপিরাইট অফিসে অভিযোগ দেন। ২০১৯ সালের ২৯ জুলাই করা আবেদনে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। গত বছরের ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়। 

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেন হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানির পর গত বছরের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট কপিরাইট অফিসের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। 

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। কপিরাইট অফিসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও ইফতাবুল কামাল অয়ন। 

হামিদুল মিসবাহ বলেন, আদালত মালিকানা নিয়ে কোনো কথা বলেননি। আর আবেদনকারী কপিরাইট আইনের অধীন জেলা বা দায়রা কোর্টে প্রতিকার চাইতে পারেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। 

খুরশীদ আলম খান বলেন, শেখ আব্দুল হাকিম এই রিটের গুরুত্বপূর্ণ পক্ষ হওয়ার কথা। কিন্তু তাঁকে রিটে পক্ষই করা হয়নি। এ মামলায় একজন অ্যামিকাস কিউরি রাখা হয়েছিল। তিনি বলেছেন, আব্দুল হাকিমকে পক্ষ করা উচিত ছিল। আদালত রিট ও রুল খারিজ করে রায় দিয়েছেন। এদিকে এই মামলা চলার মধ্যেই চলতি বছরের ২৮ আগস্ট মারা যান শেখ আবদুল হাকিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত