Ajker Patrika

পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর ভাগ ইস্যুতে অ্যামিকাস কিউরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০: ১৭
পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর ভাগ ইস্যুতে অ্যামিকাস কিউরি নিয়োগ

হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়ার বিষয়ে শুনতে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমীন উদ্দিন, সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সুব্রত চৌধুরী ও কামরুল হক সিদ্দিকী।

এছাড়া বিশেষজ্ঞ হিসেবে মতামত দিতে আইনজীবী তপন চক্রবর্তী ও ভোপেন্দ্র চন্দ্র ভৌমিক এবং বাংলাদেশ হিন্দু ল’ রিফরম কাউন্সিলের সাধারণ সম্পাদক পুলক ঘটককে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ মতামত শুনতে তিন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

এর আগে হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ না দেওয়ার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ ফেব্রুয়ারি রিটটি করেন বনানীর বাসিন্দা  অশোক দাস গুপ্তের (মৃত) মেয়ে অনন্যা দাস গুপ্ত। শুনানি শেষে পরদিন রুল জারি করেন আদালত। হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে ভাগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।  

আইন মন্ত্রণালয়ের সচিব, আবেদনকারী অনন্যা দাস গুপ্তের ভাই অনির্বাণ দাস গুপ্ত এবং তাঁর মা রাখি দাস গুপ্তসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত