Ajker Patrika

বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দিচ্ছে ডিএনসিসি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৭
বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দিচ্ছে ডিএনসিসি

রাজধানীর বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিমানবন্দর ও রেলস্টেশনে আজ বুধবার সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, ‘ডিএনসিসিতে বসবাসরত যেসব জনগোষ্ঠীর কোনো প্রকার পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই, তাঁদের এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হচ্ছে। আজ দ্বিতীয় ও শেষ দিনের মতো এই কর্মসূচি চলছে। তবে যাঁরা টিকা নিচ্ছেন, তাঁদের কোনো কাগজ বা প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। তাঁরা কোনো সার্টিফিকেটও পাবেন না।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ ৫০০ ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। যদি বিকেল ৩টার পরও টিকার চাহিদা থাকে, তাহলে ৪টা থেকে ৫টা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া ডিএনসিসি এলাকায় যদি ভাসমান জনগোষ্ঠীর মধ্যে টিকার চাহিদা থাকে, তাহলে পরবর্তীতে এরূপ কার্যক্রম গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত