Ajker Patrika

অর্ধকোটি টাকার সম্পদ ভোগদখল, পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধকোটি টাকার সম্পদ ভোগদখল, পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও তা দখলের অভিযোগে ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক মীর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, মীর মো. আবু কালাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা প্রদর্শন করেছেন। কিন্তু স্ত্রীর নামে পৃথক আয়কর নথি রয়েছে, সে কারণে স্ত্রীর সম্পদ বাদ দিয়ে অনুসন্ধানকালে মো. আবুল কালাম আজাদের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে পারিবারিক ব্যয় ও সঞ্চয়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিলে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত