Ajker Patrika

অবৈধ ৮টি দোকান ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুর প্রতিনিধি
অবৈধ ৮টি দোকান ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন স্থানীয় আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

মস্তফাপুর বাজারের অবৈধ দোকার উচ্ছেদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাএ সময় বাজারের ভেতর গড়ে ওঠা স্থানীয় ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়। প্রশাসনের উচ্ছেদের খবরের আগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। 

মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর গিঞ্জি পরিবেশ তৈরি হয়। এ কারণে পথচারীদের হাঁটা চলায়ও বিঘ্ন ঘটে। 

অবৈধ দোকার উচ্ছেদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাএ ছাড়া আটটি দোকান নির্মাণ করায় পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। এতে করে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলো বাতাস প্রবেশ করত পারত না। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত