Ajker Patrika

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীতে পৃথক দুটি রেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধা ও আজমপুর এলাকায় বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ  (৩৫) এক অটোচালক নিহত হন।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, ‘বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।’

মহিউদ্দিন আরও জানান, দুপুর আড়াইটার দিকে আজমপুর রেললাইনে পরিদর্শন গ্যাংকারের ধাক্কায় গুরুতর আহত হয় আটোচালক আজিজ। পরে সেখান থেকে তাকে দক্ষিণখান থানা পুলিশ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় রেললাইন পারাপার হচ্ছিল আজিজ। এমন সময় পরিদর্শনের গ্যাংকারের ধাক্কায় তিনি আহত হন।

নিহত আজিজের ভাই মো. হাবিব জানায়, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালির কসাইবাড়ি গ্রামে। বাবার নাম রেজত আলী। বর্তমানে দক্ষিনখাণ আশকোনা এলাকায় থাকে তারা। আজিজ অটোরিকশা চালাতো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত