Ajker Patrika

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পানির সংকটে ভোগান্তি

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পানির সংকটে ভোগান্তি

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল রোববার দুপুর থেকে পানি নেই। এতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বিকল হয়ে পড়েছে। ফলে রোগীরা পানি এবং উচ্চ তাপমাত্রাজনিত ভোগান্তিতে পড়েছেন। গরমে দগ্ধ রোগীদের যন্ত্রণা আরও তীব্র হয়। এ সময় রোগী ও স্বজনদের পান ও ব্যবহারযোগ্য পানি বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ইনস্টিটিউটে ওয়াসার একটি পানির লাইন আছে। কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। ওয়াসার পানির বিল বাবদ প্রায় ৮০ লাখ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পানির বিকল্প সংস্থান হিসেবে হাসপাতালের নিজস্ব গভীর নলকূপ রয়েছে। রোববার দিনের যেকোনো সময় গভীর নলকূপে সাবমার্সিবল পাম্প বিকল হয়ে পড়ে। ফলে হাসপাতালে পানি সরবরাহের কোনো ব্যবস্থাই আর থাকে না। ১ দশমিক ৭৬ একার জমির ওপর নির্মিত ১২ তলা এই ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয়ভাবে। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় দিনে প্রায় ৩৪ হাজার লিটার পানির প্রয়োজন হয়। পানি সরবরাহ বন্ধ থাকায় বন্ধ হয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে হাসপাতালের ভেতরে তীব্র তাপ অনুভূত হয়। এমনকি আজ সোমবার হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ফ্লোর ঘামতে থাকে। এতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। ফ্লোরের ঘাম শুকাতে কম্বল বিছিয়ে দেওয়া হয়। সোমবার বিকেল পর্যন্ত হাসপাতালে এমন অসহনীয় পরিস্থিত বিরাজ করছিল।

এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, পানির সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল ওয়াসার বিল পরিশোধ করা হয়েছে। তা ছাড়া সাবমার্সিবল পাম্প নষ্ট হয়েছিল, সেটিও মেরামত করা হয়েছে। এখন ট্রায়াল চলছে। পানি না থাকায় গতকাল রাত থেকে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে যায়। তবে এটি সাময়িক সময়ের জন্য। আজ থেকে সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ওয়াসার একটি বিকল্প লাইনের জন্য আবেদন করা হয়। কিন্তু রাস্তা কাটতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, এমন অজুহাতে তাঁরা লাইন দিচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত