পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ায় একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ৫ বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। হামলাকারীরা স্থানীয় বিকাশ দাদার লোকজন। এ ঘটনায় মো. মনিরুল ইসলাম (৩৫) নামের এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ইউনিয়নবাসী।
গুলিবিদ্ধ গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলাম বসাকুষ্টিয়া গ্রামের কলম শেখের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকালে সরেজমিনে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে মুখে গামছা পেচানো অবস্থায় ৮-১০ লোক বসাকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামের রেজাউল প্রামাণিকের বাড়িতে প্রবেশ করে। তাঁরা স্থানীয় বিকাশ দাদার লোক পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দুই দিনের মধ্যে টাকা না দিলে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিন্তু রেজাউল বিষয়টি আত্মীয়স্বজন ও গ্রামপুলিশ মনিরুল ইসলামকে জানান। এরপর গত রাতে এই হামলা, গুলিবর্ষণ ও মারপিটের ঘটনা ঘটে।
ঘটনার রাতে (শনিবার) প্রথমে রেজাউল প্রামাণিকের বসতঘরের দরজায় গুলি করে। পরে রেজাউলের চাচা আরশেদ প্রামাণিকের বাড়িতে হামলা করে। এরপর এলাকার সাবেক ইউপি সদস্য কামাল শেখের বাড়িতে গুলিবর্ষণ ও হামলা করে। এরপর রাজ্জাক শেখ ও মোহাম্মদ আলীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
এই পাঁচজনের বাড়িতে হামলার পরপরই গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলামকে নিজ বাড়ির বসতঘরের বারান্দায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মনিরুল ইসলামের স্ত্রী ইতি খাতুন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমরা এক সঙ্গে ঘরে ঘুমিয়ে যাই। হঠাৎ একটি গুলির শব্দ ও চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি আমার স্বামী ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বাম পায়ে গোড়ালির একটু ওপরে গুলি করা হয়েছে। কে বা কারা এবং কেন আমার স্বামীকে মেরেছে আমরা জানি না। এ ঘটনার বিচার চাই।’
এ ঘটনায় রেজাউল প্রামাণিকের স্ত্রী লিপি খাতুন বলেন, ‘গত বুধবার রাত ১০টার দিকে ৮-১০ জন লোক আমাদের বাড়িতে প্রবেশ করে বিকাশ দাদার নামে আমার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা বাদী করে। দুজন ঘরের মধ্যে প্রবেশ করে দুই দিনের মধ্যে চাঁদার দাবি করে। অন্যরা উঠানে ছিল। ওই দিনের পর থেকে আমার স্বামী বাড়িতে থাকে না। গতকাল রাতে তারা এসে অনেক ডাকাডাকি করে ঘরের দরজা না খুললে দুটি গুলি করে চলে যায়।’
রেজাউল ইসলামরে চাচা আরশেদ প্রামাণিকের ছেলে জীবন আহম্মেদ বলেন, ‘আমার চাচার কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। আমার বাবা বিষয়টি গ্রামপুলিশ মনিরুলকে জানালে তাঁরা গত রাতে এসে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। তাঁরা আমার বাবাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে চলে যায়।’
সাবেক ইউপি সদস্য কালাম শেখ বলেন, ‘রেজাউল প্রামাণিক চাঁদা চাওয়ার বিষয়টি আমি গ্রামপুলিশ মনিরুল ইসলামকে জানাই। এরপর গত রাতে আমার বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে।’
তবে আব্দুর রাজ্জাক শেখ ও মোহাম্মদ আলী জানান, তাঁদের বাড়িতে রাতে কেন হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আহত গ্রামপুলিশ সদস্য মনিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনটি ওয়ান শুটার গানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। চাঁদা আদায়ের বিষয়টিকে কেন্দ্র করে ঘটনাটি সংঘটিত হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।’
রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ায় একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ৫ বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। হামলাকারীরা স্থানীয় বিকাশ দাদার লোকজন। এ ঘটনায় মো. মনিরুল ইসলাম (৩৫) নামের এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ইউনিয়নবাসী।
গুলিবিদ্ধ গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলাম বসাকুষ্টিয়া গ্রামের কলম শেখের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকালে সরেজমিনে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে মুখে গামছা পেচানো অবস্থায় ৮-১০ লোক বসাকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামের রেজাউল প্রামাণিকের বাড়িতে প্রবেশ করে। তাঁরা স্থানীয় বিকাশ দাদার লোক পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দুই দিনের মধ্যে টাকা না দিলে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিন্তু রেজাউল বিষয়টি আত্মীয়স্বজন ও গ্রামপুলিশ মনিরুল ইসলামকে জানান। এরপর গত রাতে এই হামলা, গুলিবর্ষণ ও মারপিটের ঘটনা ঘটে।
ঘটনার রাতে (শনিবার) প্রথমে রেজাউল প্রামাণিকের বসতঘরের দরজায় গুলি করে। পরে রেজাউলের চাচা আরশেদ প্রামাণিকের বাড়িতে হামলা করে। এরপর এলাকার সাবেক ইউপি সদস্য কামাল শেখের বাড়িতে গুলিবর্ষণ ও হামলা করে। এরপর রাজ্জাক শেখ ও মোহাম্মদ আলীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
এই পাঁচজনের বাড়িতে হামলার পরপরই গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলামকে নিজ বাড়ির বসতঘরের বারান্দায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মনিরুল ইসলামের স্ত্রী ইতি খাতুন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমরা এক সঙ্গে ঘরে ঘুমিয়ে যাই। হঠাৎ একটি গুলির শব্দ ও চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি আমার স্বামী ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বাম পায়ে গোড়ালির একটু ওপরে গুলি করা হয়েছে। কে বা কারা এবং কেন আমার স্বামীকে মেরেছে আমরা জানি না। এ ঘটনার বিচার চাই।’
এ ঘটনায় রেজাউল প্রামাণিকের স্ত্রী লিপি খাতুন বলেন, ‘গত বুধবার রাত ১০টার দিকে ৮-১০ জন লোক আমাদের বাড়িতে প্রবেশ করে বিকাশ দাদার নামে আমার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা বাদী করে। দুজন ঘরের মধ্যে প্রবেশ করে দুই দিনের মধ্যে চাঁদার দাবি করে। অন্যরা উঠানে ছিল। ওই দিনের পর থেকে আমার স্বামী বাড়িতে থাকে না। গতকাল রাতে তারা এসে অনেক ডাকাডাকি করে ঘরের দরজা না খুললে দুটি গুলি করে চলে যায়।’
রেজাউল ইসলামরে চাচা আরশেদ প্রামাণিকের ছেলে জীবন আহম্মেদ বলেন, ‘আমার চাচার কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। আমার বাবা বিষয়টি গ্রামপুলিশ মনিরুলকে জানালে তাঁরা গত রাতে এসে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। তাঁরা আমার বাবাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে চলে যায়।’
সাবেক ইউপি সদস্য কালাম শেখ বলেন, ‘রেজাউল প্রামাণিক চাঁদা চাওয়ার বিষয়টি আমি গ্রামপুলিশ মনিরুল ইসলামকে জানাই। এরপর গত রাতে আমার বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে।’
তবে আব্দুর রাজ্জাক শেখ ও মোহাম্মদ আলী জানান, তাঁদের বাড়িতে রাতে কেন হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আহত গ্রামপুলিশ সদস্য মনিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনটি ওয়ান শুটার গানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। চাঁদা আদায়ের বিষয়টিকে কেন্দ্র করে ঘটনাটি সংঘটিত হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।’
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
১ ঘণ্টা আগে