Ajker Patrika

বিমানবন্দরে ৭৩ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ৭৩ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

রাজধানীর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ সাদ্দাম হোসেন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি বার জব্দ করা হয়। 

গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই যাত্রী সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪০৪০ ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলায়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার দিবাগত রাত ১টায় আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরব থেকে আগত যাত্রী সাদ্দামকে ৭৩ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়েছে। 

মো. শফিকুল ইসলাম বলেন, ওই যাত্রী বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় লাগেজ স্ক্যানিংকালে ওই যাত্রীর ট্রলি ব্যাগের ভেতর থেকে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ট্রলি ব্যাগের তালার ভেতর থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে রাজস্ব কর্মকর্তা শফিকুল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত