Ajker Patrika

ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১২: ৪৮
ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম

মানিকগঞ্জের ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আমের গুটি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় আমগাছে আসে কম মুকুল। আবার বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে মাঝারি আকৃতির আমের গুটি।

উপজেলার ঘিওর সদর, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে আমগাছ। এ ছাড়া রাস্তার পাশেও রয়েছে বিভিন্ন উন্নত জাতের আমগাছ। বর্তমানে এসব এলাকার আমগাছের নিচে দেখা যায় ঝরে পড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট আমের গুটি।

উপজেলার রাথুরা গ্রামের আবুল হোসেন বলেন, ‘সর্বশেষ দিন পনেরো আগে হালকা বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা নেই। দিনদিন তাপমাত্রা বাড়ছে। আমার বাড়ির সাতটি গাছের তিন ভাগের এক ভাগ আম ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি।’

এ বিষয়ে বাণিজ্যভিত্তিক আমবাগানের মালিক বানিয়াজুরী (দুর্গাবাড়ি) গ্রামের পলাশ সরকার বলেন, ‘আমগাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না। এ সময় বৃষ্টি না হওয়ায় আম নিয়ে চিন্তায় রয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে আমগাছে যে গুটি ঝরছে, সেটা স্বাভাবিক। গাছের মালিক, চাষি ও ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে বেশি গুটি ঝরলে গাছে পানি দিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত