নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজারবাগ পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের নজরদারিতে রাখতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের স্বার্থে প্রয়োজনে সিআইডি, কাউন্টার টেররিজম ইউনিট ও দুদক চাইলে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিতে পারবে। এ ছাড়া ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন পির দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সিআইডির প্রতিবেদনকে আমলে নিতে বলা হয়েছে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করা হয়। পির দিল্লুর রহমান ছাড়া অন্যরা হলো-শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম।
রোববার আদালতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। যেখানে বলা হয়, রাজারবাগ পির ও তার অনুসারীরা জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। তাঁদের কার্যক্রম দেশের প্রচলিত আইন, সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিরোধী। তাঁরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যাকে উসকে দিচ্ছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে তাঁদের মতবাদ প্রচার করছে, রাজারবাগের পির ও তাঁর অনুসারীদের কার্যক্রমও জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাঁরা ভিন্ন ধর্মের মানুষদের মালাউন উল্লেখ করে তাঁদের হত্যা করা ঈমানী দায়িত্ব বলে ফতোয়া প্রচার করেছে। যা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মানুষ হত্যা করার ফতোয়ার অনুরূপ।
এর আগে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমানের নাম উঠে আসে তদন্তে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করে।
ওই প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি হস্তান্তর না করায় পির এবং তাঁর অনুসারীদের সঙ্গে একরামুলের শত্রুতা সৃষ্টি হয়। ওই শত্রুতার কারণেই ঢাকাসহ সারা দেশে তার বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করেছে পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীরা। তাঁরা হীন স্বার্থ হাসিলের জন্যই হয়রানিমূলক এসব মামলা করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই পিরসহ তার অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:
রাজারবাগ পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের নজরদারিতে রাখতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের স্বার্থে প্রয়োজনে সিআইডি, কাউন্টার টেররিজম ইউনিট ও দুদক চাইলে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিতে পারবে। এ ছাড়া ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন পির দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সিআইডির প্রতিবেদনকে আমলে নিতে বলা হয়েছে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করা হয়। পির দিল্লুর রহমান ছাড়া অন্যরা হলো-শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম।
রোববার আদালতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। যেখানে বলা হয়, রাজারবাগ পির ও তার অনুসারীরা জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। তাঁদের কার্যক্রম দেশের প্রচলিত আইন, সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিরোধী। তাঁরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যাকে উসকে দিচ্ছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে তাঁদের মতবাদ প্রচার করছে, রাজারবাগের পির ও তাঁর অনুসারীদের কার্যক্রমও জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাঁরা ভিন্ন ধর্মের মানুষদের মালাউন উল্লেখ করে তাঁদের হত্যা করা ঈমানী দায়িত্ব বলে ফতোয়া প্রচার করেছে। যা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মানুষ হত্যা করার ফতোয়ার অনুরূপ।
এর আগে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমানের নাম উঠে আসে তদন্তে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করে।
ওই প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি হস্তান্তর না করায় পির এবং তাঁর অনুসারীদের সঙ্গে একরামুলের শত্রুতা সৃষ্টি হয়। ওই শত্রুতার কারণেই ঢাকাসহ সারা দেশে তার বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করেছে পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীরা। তাঁরা হীন স্বার্থ হাসিলের জন্যই হয়রানিমূলক এসব মামলা করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই পিরসহ তার অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘীরপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।
৫ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। গতকাল বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসায় গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
১ ঘণ্টা আগেপ্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ছিদ্দিক ছুটে যান খেয়াঘাটে। পদ্মার পানি, স্রোত এবং বাতাসের গতিবিধি দেখেই তিনি দিনের কাজের হিসাব কষেন। কখনো শান্ত নদী তাকে স্বস্তি দেয়, আবার কখনো উত্তাল ঢেউ নিয়ে আসে দুশ্চিন্তা। যখন পদ্মায় পানি থাকে না, তখন সংসার চালাতে তাকে দিনমজুরের কাজ করতে হয়।
২ ঘণ্টা আগে