নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত দুটি চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গত রোববার ও বুধবার এই চিঠি দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরেও মেইল করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মিলছে না। তবে এটাও ঠিক তাঁরা সাড়া দিতে বাধ্য না। তবুও চেষ্টা করে যাচ্ছি।
গত শুক্রবার ভারতে অনুপ্রবেশের অভিযোগে ঢাকার বনানী থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা বিএসএফের হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের পুলিশ বলছে, গ্রেপ্তারের পর থেকেই সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের নাগরিক ভারতে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার পরিদর্শক সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তাঁর বোন সোনিয়া মেহজাবীন ও ভগ্নিপতি মাসুকুর রহমান এখন কারাগারে। তাঁর চতুর্থ স্ত্রী নাজনীন নাহার (বীথি) পলাতক। গত বৃহস্পতিবার ই-অরেঞ্জের আরেক গ্রাহক সোহেল রানার বিরুদ্ধে প্রায় ৮৯ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ওই রাতেই সোহেল রানা পালিয়ে যান। গত রোববার সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত দুটি চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। গত রোববার ও বুধবার এই চিঠি দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরেও মেইল করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মিলছে না। তবে এটাও ঠিক তাঁরা সাড়া দিতে বাধ্য না। তবুও চেষ্টা করে যাচ্ছি।
গত শুক্রবার ভারতে অনুপ্রবেশের অভিযোগে ঢাকার বনানী থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা বিএসএফের হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের পুলিশ বলছে, গ্রেপ্তারের পর থেকেই সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের নাগরিক ভারতে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার পরিদর্শক সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তাঁর বোন সোনিয়া মেহজাবীন ও ভগ্নিপতি মাসুকুর রহমান এখন কারাগারে। তাঁর চতুর্থ স্ত্রী নাজনীন নাহার (বীথি) পলাতক। গত বৃহস্পতিবার ই-অরেঞ্জের আরেক গ্রাহক সোহেল রানার বিরুদ্ধে প্রায় ৮৯ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ওই রাতেই সোহেল রানা পালিয়ে যান। গত রোববার সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৩২ মিনিট আগে