Ajker Patrika

মির্জাপুরে আম খেয়ে একই পরিবারের ৭ জনসহ ৮ জন অসুস্থ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে আম খেয়ে একই পরিবারের ৭ জনসহ ৮ জন অসুস্থ

টাঙ্গাইলের মির্জাপুরে বাজার থেকে কেনা আম খেয়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জনসহ ৮ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি এবং বাকিদের বাড়িতে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

অসুস্থরা হলেন ওষুধ ব্যবসায়ী টিটু (৩৫), গোড়াইল গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৪), ভাই ইমন সিদ্দিকী (৩০), বাবা খোরশেদ সিদ্দিকী (৫৬), মা রাবেয়া বেগম (৫০), ছেলে মারুফ সিদ্দিকী (১৮) এবং মেয়ে মিম আক্তার (১২)। গুরুতর অবস্থায় মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বাড়িতে চিকিৎসা চলছে। 

ব্যবসায়ী আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার মির্জাপুর বাজার থেকে ৬ কেজি আম ক্রয় করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর আম খেয়ে আস্তে আস্তে তাদের মাথা ঝিমানো, প্রচুর ঘুম এবং বমি হতে থাকে। এভাবে বাড়ির ৭ জন অসুস্থ হয়ে পরেন। বাড়িতে অসুস্থদের চিকিৎসা দেওয়ার জন্য মির্জাপুর বাজারের এক ওষুধ ব্যবসায়ী টিটুকে নিয়ে যান। 

অসুস্থদের প্রাথমিক চিকিৎসার পর তাকে দুটি আম কেটে দেন খাওয়ার জন্য। আম খাওয়ার পর ওই ব্যক্তিও আস্তে আস্তে অসুস্থ হয়ে পরেন। এদিকে আজ রোববার বিকেলে অসুস্থদের মধ্যে মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাজার থেকে কেনা আমে মধ্যে প্রচুর মাত্রায় কার্বাইট মেশানো ছিল। এই কারনে আম খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত