Ajker Patrika

সাহেদের জামিন স্থগিত বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাহেদের জামিন স্থগিত বহাল 

অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগও। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে ৭ জুন হাইকোর্ট সাহেদকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তা স্থগিত করেন চেম্বার আদালত। সেই সঙ্গে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। সে অনুযায়ী বিষয়টি সোমবার শুনানির জন্য ওঠে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ‘আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছেন। আদালত আমাদের লিভ টু আপিল শুনবেন। আর লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।’

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। পরে হাইকোর্টে আপিল করে জামিন চাইলে তা মঞ্জুর করা হয়। এরপরই রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত