নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।
নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।
নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে