Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের বাধা পেরিয়ে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবস্থান 

জবি সংবাদদাতা 
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২০: ১৯
কোটা সংস্কার আন্দোলন: পুলিশের বাধা পেরিয়ে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবস্থান 

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সোমবার রাজপথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশের বাধা পেরিয়ে তাঁরা এখন গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন।

আজ সোমবার পুলিশের কাছ থেকে বংশাল পর্যন্ত অনুমতি নিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিলটি বংশালের রাজ্জাক হোটেলের সামনে আসলে পুলিশের মানব ব্যারিকেড ভেদ করে গুলিস্তান অভিমুখী হয়।

আজ সোমবার ফুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। ছবি: আজকের পত্রিকা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া পৌঁছালে পুলিশ ফের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি করে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে অগ্রসর হয়।

পুলিশের বাধা পেরিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাআন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আজ গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করব।’

পুলিশের বাধা পেরিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাদায়িত্বরত কোতোয়ালি থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজার ও ফুলবাড়িয়াতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত