নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি ফটকেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। কেউ প্রবেশ করতে চাইলে পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বাংলা একডেমির বিপরীত পাশের গেট।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিভিন্ন স্থান পরিদর্শন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় সবখানেই সিসিটিভি লাগানোর। সেই সঙ্গে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা।
শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।’ তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পিটিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি ফটকেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। কেউ প্রবেশ করতে চাইলে পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বাংলা একডেমির বিপরীত পাশের গেট।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিভিন্ন স্থান পরিদর্শন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় সবখানেই সিসিটিভি লাগানোর। সেই সঙ্গে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা।
শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।’ তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পিটিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ডলফিনটির। এর পুরো শরীরের চামড়া ওঠানো। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমান কুয়াকাটা সৈকতে।
৩০ মিনিট আগেবান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করে অভিযুক্ত পাঁচজনকে ছেড়ে দিয়েছেন সামাজিক নেতারা। উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে এমন শালিসি বিচারের ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গত রোববার (১৭ আগস্ট) থেকে চলমান আমরণ অনশন করা বাকি শিক্ষার্থীরাও ডাবের পানি খেয়ে অনশন ভেঙেছেন।
১ ঘণ্টা আগেলালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৮ ঘণ্টা আগে