Ajker Patrika

মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি
নিখোঁজকে উদ্ধারের কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
নিখোঁজকে উদ্ধারের কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ মে) ভোর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে নেমেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।

আহত, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাতলা এলাকার যুবকেরা পিকনিকের আয়োজন করেন। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় এলে বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাদের অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় সুমন সিপাহী নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত