Ajker Patrika

অপ্রয়োজনীয় সিজার: নীতিমালা অনুসারে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অপ্রয়োজনীয় সিজার: নীতিমালা অনুসারে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ 

অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা অনুসারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে অপ্রয়োজনীয় সিজার বন্ধে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন।

রায়ের পর রিটের পক্ষে থাকা আইনজীবী রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে অপ্রয়োজনীয় সিজার বন্ধে কঠোরভাবে নীতিমালা মানতে হবে। নীতিমালায় অপ্রয়োজনীয় সিজার বন্ধে পর্যাপ্ত মনিটরিংয়ের কথা বলা আছে। এ ছাড়া সিজারের ক্ষেত্রে সকল তথ্য সংরক্ষণের কথা বলা হয়েছে। রায়ে নীতিমালাকে আইনের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।’  

ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, ‘অপ্রয়োজনীয় সিজার বন্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার বিষয়ে ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে। এ ছাড়া নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আরও একটি রায়ে হাইকোর্ট এমন অভিমত পোষণ করেন।’

এর আগে অপ্রয়োজনীয় সিজার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ওই রিটের পরিপ্রেক্ষিতে অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা তৈরিতে কমিটি গঠনের জন্য ২০১৯ সালের ৩০ জুন নির্দেশ দেন হাইকোর্ট। ২০২১ সালের ২১ নভেম্বর নীতিমালা তৈরি করে হাইকোর্টে জমা দেয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত