নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সৈকত নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, তাঁর বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে সৈকতকে হত্যা করেছে।
নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার ভোরে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর বিদ্যুতের তার চুরি করতে যান সৈকত ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতের খুঁটির ওপরে উঠে তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সৈকত।
পরে সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিহত সৈকতের পরিবার। সেখানে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন, সৈকতের বন্ধুরা ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছেন।
নিহত সৈকতের বাবা মোস্তফা মিয়ার বলেন, ‘আমার ছেলেকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওর বন্ধুরা। সকালে শুনি হাসপাতালে সৈকতের লাশ। নাক-মুখ দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে সৈকতকে হত্যা করেছে।’
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সৈকত নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, তাঁর বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে সৈকতকে হত্যা করেছে।
নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার ভোরে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর বিদ্যুতের তার চুরি করতে যান সৈকত ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতের খুঁটির ওপরে উঠে তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সৈকত।
পরে সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিহত সৈকতের পরিবার। সেখানে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন, সৈকতের বন্ধুরা ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছেন।
নিহত সৈকতের বাবা মোস্তফা মিয়ার বলেন, ‘আমার ছেলেকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওর বন্ধুরা। সকালে শুনি হাসপাতালে সৈকতের লাশ। নাক-মুখ দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে সৈকতকে হত্যা করেছে।’
এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে