হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে চতুর্থ দিনেও সহকারী মাস্টার হুমায়ূন কবিরকে উদ্ধার করা যায়নি।
আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। গতকাল শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে বেলা আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।’
নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।’
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনো ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আজ বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে এটাচ করা হবে। যদি এটাচ করতে পারি, তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাব। প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তিনি বলেন, ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন:
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে চতুর্থ দিনেও সহকারী মাস্টার হুমায়ূন কবিরকে উদ্ধার করা যায়নি।
আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। গতকাল শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে বেলা আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।’
নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।’
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনো ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আজ বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে এটাচ করা হবে। যদি এটাচ করতে পারি, তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাব। প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তিনি বলেন, ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন:
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে