Ajker Patrika

নৌকার ক্যাম্প কারা পোড়াল, প্রশাসনকে খতিয়ে দেখতে বললেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩: ১০
নৌকার ক্যাম্প কারা পোড়াল, প্রশাসনকে খতিয়ে দেখতে বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ক্যাম্প পোড়ানোর কালচার খুবই বাজে বিষয়। তাও আবার নৌকার ক্যাম্প। জননেত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করেছে, তাঁর থেকে নারায়ণগঞ্জ আলাদা নয়। গাজী ভাইও অনেক উন্নয়নকাজ করেছেন। যারা এভাবে মানুষের কল্যাণে কাজ করছে, সেখানে নৌকার ক্যাম্প পোড়ানোর মতো দুঃসাহস কার হলো সেটা প্রশাসনের খতিয়ে দেখা দরকার।’ 

আজ শনিবার সন্ধ্যায় রূপসী এলাকায় গোলাম দস্তগীর গাজীর বাসভবনে রূপগঞ্জে নৌকার ক্যাম্প পোড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘এখানে কারা পরিস্থিতি উত্তপ্ত করতে চাচ্ছে? শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সহিংসতা পরিহার করে জনগণ যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমি নৌকার কর্মী হিসেবে অনুরোধ করব প্রশাসনকে যে, কে বা কারা এই কাজটি করল তা দেখার জন্য।’ 

প্রচার প্রচারণার জন্য আসেননি জানিয়ে মেয়র বলেন, ‘আমি কোনো প্রচারণাতে আসি নাই। আমি গাজী ভাইয়ের স্ত্রী হাসিনা গাজী অসুস্থ সে জন্যেই তাঁকে দেখতে এসেছি। তা ছাড়া আমি পূর্বাচলে এসেছিলাম গাছ নেওয়ার জন্য। ফেরার পথে ভাবলাম দেখা করে যাই। সংগত কারণেই আমি নির্বাচনে ভোট চাইতে নামতে পারছি না। কিন্তু আমি তো আমার ভাইয়ের বাড়িতে আসতেই পারি। এ জন্যই আসা।’ 
 
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত