Ajker Patrika

ঢাকায় ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’ ১ সেপ্টেম্বর

ঢাকায় ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’ ১ সেপ্টেম্বর

বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঢাকায় বসতে যাচ্ছে ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। 

এবারের আসরেও শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক ও পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বখ্যাত সাইক্লিস্ট ড্যানি ম্যাক্যাসস্কিলের অভিযান নিয়ে তৈরি জনি এ্যশওর্থ এর ‘ডু এ হুইলি’ দেখানো হবে এতে। 

উড়ন্ত দুই বেলুনের মাঝে টানানো রশির ওপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করা রাফায়েল ব্রিডি নামের একজন ব্রাজিলিয়ানকে নিয়ে রেনান কামিজির তৈরি ‘ওয়াক ওন দি ক্লাউডস’ সিনেমাটিও স্থান পাচ্ছে। 

এছাড়া দেখানো হবে কারাকোরাম পর্বতমালায় স্কিইং অভিযান নিয়ে পলিশ নির্মাতার ছবি ‘ডু ছার: এ কারাকোরাম স্কি এক্সপিডিশন ফিল্ম’, যুক্তরাজ্যের নির্মাতা নিক রোজেনের ‘ব্রিজ বয়েজ’, রিল রক এর ছবি ‘সিনোট’। 

১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে বসে। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান অ্যাডভেঞ্চর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা। 

বাংলাদেশে উৎসবটি বসছে দশমবারের মতো। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বহুজাতিক কোম্পানি ইউলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্রান্ড ‘ক্লিয়ার’। 

উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত