Ajker Patrika

তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডারের চাপায় শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডারের চাপায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় দুই গার্ডারের চাপায় হাসান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রফিকুল ইসলাম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করে আসছিল। হাসান গার্ডার অপারেটর হিসেবে কাজ করত। বিকেলে তেজগাঁও ডিমের আড়ৎ সংলগ্ন নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের ওপরে গার্ডার বসাচ্ছিল। তখন দুটি গার্ডারের মাঝে অসাবধানতাবশত চাপা পড়েন তিনি। এতে তাঁর বুকে গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলর সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তাঁর বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়। থাকতো তেজগাঁও রেললাইনের পাশে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত