অর্চি হক, ঢাকা
—মা, এই ভিড়ে আজকে আর কিছু না কিনি। বাসায় চলো।
—জামা কাপড় বানাইতে দিতে হইব না? আইজকা না কিন্না উপায় আছে?
আজ শুক্রবার রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা ফিরোজা আক্তার আর তাঁর ছেলে নাইমুল শুভ্রর মধ্যে এ রকম আলাপই চলছিল। ছুটির দিনে মার্কেটে উপচেপড়া ভিড় দেখে ছেলে বিরক্ত। কিন্তু দেরি হয়ে গেলে দরজির দোকানে সিরিয়াল পাওয়া যাবে না ভেবেই আজই কাপড় কিনে বাড়ি ফিরতে চান মা।
দেরিতে কাপড় কিনে গত বছর বিপাকে পড়তে হয়েছে ফিরোজাকে। সে অভিজ্ঞতাই এ প্রতিবেদকের কাছে বর্ণনা করলেন তিনি। ‘গত বছর ছেলে, আমি, ওর বাবা কেউই ঈদের জামা পরতে পারি নাই। একদম শেষ মুহূর্তে কিনছিলাম। দরজি বানানো শেষ করতে পারে নাই। এবার আর সেই ভুল করব না’, বলেন ফিরোজা।
ঈদের এখনো দুই সপ্তাহেরও বেশি সময় বাকি। তারপরও আজ লোকে লোকারণ্য ছিল রাজধানীর বিভিন্ন মার্কেট। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। রাস্তায় যানজটও চরমে।
বিকেলে মোহাম্মদপুর থেকে নিউমার্কেটে আসা নাসিমা আক্তার জানান, রিকশায় করে মার্কেটে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে। অন্য সময় হলে আধা ঘণ্টার মধ্যেই পৌঁছাতে পারেন।
সিটি কলেজের সামনে ট্রাফিক জ্যামে আটকে থাকা বাসচালক মোহাম্মদ রমিজ বলেন, ‘আমগো আর শান্তি নাই। অফিসের দিনেও জ্যাম, ছুটির দিনেও জ্যাম। জ্যামে থাকতে থাকতেই জীবন পার।’
অন্যদিকে দুই বছরের খরা কাটিয়ে ঈদের বাজারে উপচেপড়া ভিড় দেখে দোকানিরা বেজায় খুশি। নিউমার্কেট এলাকার খান প্লাজা শপিং সেন্টারের বিক্রেতা আমিনুল ইসলাম বলছিলেন, ‘রোজা শুরু পর থেকে আজকে বেশ ভালো বেচাবিক্রি হইছে। এইটার প্রতীক্ষাতেই ছিলাম। দুই বছরের লস এইবার কাটবে ইনশাআল্লাহ।’
ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা দরজির কাছে বানিয়ে জামাকাপড় পরেন, তাঁরা দু-এক দিনের মধ্যে কেনাকাটা শেষ করে ফেলতে চাইছেন। এ জন্য মেয়েদের থ্রিপিস, ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভিড়। বেচাবিক্রিও হচ্ছে দেদারসে। কিন্তু তৈরি পোশাক বিক্রির দোকানগুলোতে ভিড় কিছুটা কম। জুতা, বেল্ট গয়নাগাটির দোকানগুলোও তুলনামূলক ফাঁকা।
নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানালেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই মার্কেটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। দর্জিবাড়ি ছুটতে হবে যাঁদের তাঁরা কেনাকাটা খুব দ্রুত সেরে নিচ্ছেন। এ জন্য তৈরি পোশাক আর জুতার দোকানে ভিড় তুলনামূলক কম।
গাউছিয়ার মার্কেটের সামনের জুতা বিক্রেতা শাহনুর মিয়া বলেন, ‘এহন বেচাবিক্রি হইতেছে। কিন্তু এট্টু কম। আর একটা সপ্তাহ পর আমরা জুতা আইনা কুলাইতে পারমু না।’
দুবছর পর করোনার শঙ্কামুক্ত হয়ে কেনাকাটা করতে পেরে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই খুশি। তবে কয়েকজন ক্রেতা জানান, এবার সবকিছুরই দাম আগের চেয়ে অনেকটা বেশি।
মগবাজার থেকে ইস্টার্ন মল্লিকায় কেনাকাটা করতে আসা শর্মি ইসলাম বলেন, ‘যেই থ্রিপিসটা গতবার পনেরো শতে কিনেছি, এবার সেটাই পঁচিশ শ চাচ্ছে। এমন হলে তো আমরা সমস্যায় পড়ে যাই।’
ক্রেতাদের অভিযোগের বিষয়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘আমি এখনো দাম বেশি এমন কিছু দেখিনি। তবে সবকিছুরই এখন আগের চেয়ে দাম বেড়েছে। তাই জামাকাপড়ের দামও বাড়তে পারে।’
—মা, এই ভিড়ে আজকে আর কিছু না কিনি। বাসায় চলো।
—জামা কাপড় বানাইতে দিতে হইব না? আইজকা না কিন্না উপায় আছে?
আজ শুক্রবার রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা ফিরোজা আক্তার আর তাঁর ছেলে নাইমুল শুভ্রর মধ্যে এ রকম আলাপই চলছিল। ছুটির দিনে মার্কেটে উপচেপড়া ভিড় দেখে ছেলে বিরক্ত। কিন্তু দেরি হয়ে গেলে দরজির দোকানে সিরিয়াল পাওয়া যাবে না ভেবেই আজই কাপড় কিনে বাড়ি ফিরতে চান মা।
দেরিতে কাপড় কিনে গত বছর বিপাকে পড়তে হয়েছে ফিরোজাকে। সে অভিজ্ঞতাই এ প্রতিবেদকের কাছে বর্ণনা করলেন তিনি। ‘গত বছর ছেলে, আমি, ওর বাবা কেউই ঈদের জামা পরতে পারি নাই। একদম শেষ মুহূর্তে কিনছিলাম। দরজি বানানো শেষ করতে পারে নাই। এবার আর সেই ভুল করব না’, বলেন ফিরোজা।
ঈদের এখনো দুই সপ্তাহেরও বেশি সময় বাকি। তারপরও আজ লোকে লোকারণ্য ছিল রাজধানীর বিভিন্ন মার্কেট। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। রাস্তায় যানজটও চরমে।
বিকেলে মোহাম্মদপুর থেকে নিউমার্কেটে আসা নাসিমা আক্তার জানান, রিকশায় করে মার্কেটে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে। অন্য সময় হলে আধা ঘণ্টার মধ্যেই পৌঁছাতে পারেন।
সিটি কলেজের সামনে ট্রাফিক জ্যামে আটকে থাকা বাসচালক মোহাম্মদ রমিজ বলেন, ‘আমগো আর শান্তি নাই। অফিসের দিনেও জ্যাম, ছুটির দিনেও জ্যাম। জ্যামে থাকতে থাকতেই জীবন পার।’
অন্যদিকে দুই বছরের খরা কাটিয়ে ঈদের বাজারে উপচেপড়া ভিড় দেখে দোকানিরা বেজায় খুশি। নিউমার্কেট এলাকার খান প্লাজা শপিং সেন্টারের বিক্রেতা আমিনুল ইসলাম বলছিলেন, ‘রোজা শুরু পর থেকে আজকে বেশ ভালো বেচাবিক্রি হইছে। এইটার প্রতীক্ষাতেই ছিলাম। দুই বছরের লস এইবার কাটবে ইনশাআল্লাহ।’
ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা দরজির কাছে বানিয়ে জামাকাপড় পরেন, তাঁরা দু-এক দিনের মধ্যে কেনাকাটা শেষ করে ফেলতে চাইছেন। এ জন্য মেয়েদের থ্রিপিস, ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভিড়। বেচাবিক্রিও হচ্ছে দেদারসে। কিন্তু তৈরি পোশাক বিক্রির দোকানগুলোতে ভিড় কিছুটা কম। জুতা, বেল্ট গয়নাগাটির দোকানগুলোও তুলনামূলক ফাঁকা।
নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানালেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই মার্কেটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। দর্জিবাড়ি ছুটতে হবে যাঁদের তাঁরা কেনাকাটা খুব দ্রুত সেরে নিচ্ছেন। এ জন্য তৈরি পোশাক আর জুতার দোকানে ভিড় তুলনামূলক কম।
গাউছিয়ার মার্কেটের সামনের জুতা বিক্রেতা শাহনুর মিয়া বলেন, ‘এহন বেচাবিক্রি হইতেছে। কিন্তু এট্টু কম। আর একটা সপ্তাহ পর আমরা জুতা আইনা কুলাইতে পারমু না।’
দুবছর পর করোনার শঙ্কামুক্ত হয়ে কেনাকাটা করতে পেরে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই খুশি। তবে কয়েকজন ক্রেতা জানান, এবার সবকিছুরই দাম আগের চেয়ে অনেকটা বেশি।
মগবাজার থেকে ইস্টার্ন মল্লিকায় কেনাকাটা করতে আসা শর্মি ইসলাম বলেন, ‘যেই থ্রিপিসটা গতবার পনেরো শতে কিনেছি, এবার সেটাই পঁচিশ শ চাচ্ছে। এমন হলে তো আমরা সমস্যায় পড়ে যাই।’
ক্রেতাদের অভিযোগের বিষয়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘আমি এখনো দাম বেশি এমন কিছু দেখিনি। তবে সবকিছুরই এখন আগের চেয়ে দাম বেড়েছে। তাই জামাকাপড়ের দামও বাড়তে পারে।’
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৪ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে