Ajker Patrika

যারা অবৈধ গ্যাস সংযোগ নেয় তারা চোর: তিতাস এমডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
যারা অবৈধ গ্যাস সংযোগ নেয় তারা চোর: তিতাস এমডি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি হারুনুর রশীদ মোল্লা বলেছেন, যারা অবৈধ লাইন নেয় তারা সব চোর। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্যাস আপনাদের জন্য, যারা বৈধভাবে লাইন নেয়। কারা অবৈধ লাইন নেয় আপনারা জানেন বলে। আপনারা প্রতিরোধ করেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত গণশুনানি ও সিটিজেন চার্টার বিষয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ তিতাসের উদ্যোগে এই এই গণশুনানি ও সিটিজেন চার্টারের আয়োজন করা হয়। 

হারুনুর রশীদ মোল্লা বলেন, ‘তিতাসে নারায়ণগঞ্জের অবস্থা খুব খারাপ। এত অবৈধ লাইন যেই কারণেই এই প্রথম এখানে এসেছি। নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের স্বার্থে আপনারা তিতাস অবৈধমুক্ত করবেন এটা আমাদের দাবি থাকবে। আমরা আইনগতভাবে চেষ্টা চালিয়ে যাব। ভবিষ্যতে কোনো অনিয়ম হবে না। আমাদের অফিসের কেউ যদি আপনাদের বিরক্ত করে তাহলে কারও কাছে যাওয়ার দরকার নেই। আমার নম্বরে যোগাযোগ করবেন, আমি সরাসরি অ্যাকশনে যাব। 

তিনি আরও বলেন, অনিয়মের ব্যাপারে আমি অতীতের মতো এবারও জিরো টলারেন্স। আমি যত দিন আছি আমার এখানে কেউ অনিয়ম করতে পারবে না। আমরা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের সহযোগিতা করতে পারব। 

অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের জিএম এডমিন মনির হোসেন খান, আঞ্চলিক বিপনন ডিভিশন নারায়ণগঞ্জের ডিএমডি ইমামুদ্দিন শেখ, ডিজিএম প্রকৌশলী গোলাম ফারুক, সোনারগাঁয়ের ডিজিএম প্রকোশলী সুরুজ আলম, নরসিংদীর ডিজিএম প্রকৌশলী নাসিমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত