নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা এবং তদন্তে গাফিলতির অভিযোগ তুলে শাহবাগ মোড় অবরোধ করে কেন্দ্রীয় ছাত্রদল। আজ রোববার (১৮ মে) বিকেলের অবরোধ থেকে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য বা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, খুনিদের ধরতে প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আসামিদের ধরতে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, ছাত্রদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালাবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, শুধু শাহরিয়ার নয়, পারভেজসহ একের পর এক নেতা হত্যার বিচার হয়নি। এ পরিস্থিতি চলতে থাকলে ছাত্রদল সব ক্যাম্পাসে আন্দোলনে যাবে।
অবরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, উপাচার্যের ‘হৃদয়হীন’ আচরণ এবং তোফাজ্জল হত্যার বিচার না হওয়াকেও দায়ী করেন নেতারা। তাঁরা অভিযোগ করেন, শোকের সময়েও কিছু বড় ছাত্রসংগঠন ও কথিত প্রগতিশীল সংগঠনগুলো চুপ থেকেছে।
প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক ছেড়ে দেন ছাত্রদল কর্মীরা।
এর আগে গতকাল সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। তাঁদের রাজাবাজার ও গ্রিন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা এবং তদন্তে গাফিলতির অভিযোগ তুলে শাহবাগ মোড় অবরোধ করে কেন্দ্রীয় ছাত্রদল। আজ রোববার (১৮ মে) বিকেলের অবরোধ থেকে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য বা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, খুনিদের ধরতে প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আসামিদের ধরতে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, ছাত্রদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালাবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, শুধু শাহরিয়ার নয়, পারভেজসহ একের পর এক নেতা হত্যার বিচার হয়নি। এ পরিস্থিতি চলতে থাকলে ছাত্রদল সব ক্যাম্পাসে আন্দোলনে যাবে।
অবরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, উপাচার্যের ‘হৃদয়হীন’ আচরণ এবং তোফাজ্জল হত্যার বিচার না হওয়াকেও দায়ী করেন নেতারা। তাঁরা অভিযোগ করেন, শোকের সময়েও কিছু বড় ছাত্রসংগঠন ও কথিত প্রগতিশীল সংগঠনগুলো চুপ থেকেছে।
প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক ছেড়ে দেন ছাত্রদল কর্মীরা।
এর আগে গতকাল সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। তাঁদের রাজাবাজার ও গ্রিন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
২ ঘণ্টা আগেগাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন।
২ ঘণ্টা আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে