গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিনের বিরুদ্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, গাজীপুর সিটি করপোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রতিনিধিদল উপস্থিত ছিল।
টাস্কফোর্স অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামক দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেওয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে
এ ছাড়া বড় দেওড়ার সিংবাড়ী রোডের আল আরাফ নামক সুতার ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য পাঠানো হয়েছে৷
অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, ‘পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আমরা পরিবেশষদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজকের অভিযান।’
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিনের বিরুদ্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, গাজীপুর সিটি করপোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রতিনিধিদল উপস্থিত ছিল।
টাস্কফোর্স অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামক দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেওয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে
এ ছাড়া বড় দেওড়ার সিংবাড়ী রোডের আল আরাফ নামক সুতার ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য পাঠানো হয়েছে৷
অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, ‘পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আমরা পরিবেশষদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজকের অভিযান।’
রিতার মা অসুস্থ থাকায় দুইদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা ছিল। দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রিতা।
২১ মিনিট আগেওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’
৪২ মিনিট আগেচিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদারবাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মিয়া বাবরের দাবি, তাঁর ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও ভাতিজি জামাই একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তারেক...
৬ ঘণ্টা আগেমানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার মুন্সিগান্দি মৌজায় এই বালু তোলার কারণে পাশের চর পয়লা গ্রাম বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে