জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘জবি সংস্কার আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ প্ল্যাটফর্মের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে শিক্ষার্থীরা কিছু উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেন। উদ্যোগগুলো হলো—
জবির উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত আজই সংগ্রহ করা হবে, প্রতিনিধিরা সে ব্যাপারে মতামত দেবেন; অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সঙ্গে কথা হয়েছে আগামীকাল রোববার ধূপখোলা মাঠ জবির ছাত্রদের কাছে হস্তান্তর করার বিষয়ে আলোচনা চলছে। নিশ্চিত হতে পারলে প্রশাসনের সহযোগিতায় আনন্দ মিছিল ধূপখোলা যাবে।
যেই শিক্ষকেরা আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন বিভাগ ভিত্তিক তাঁদের তালিকা করা হবে। যারা আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাঁদের তালিকা তৈরি করা হবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনায় প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামীকাল দুপুর ১২টায় কাঁঠাল তলায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য, রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রক্টর নিয়োগের দাবিতে ছাত্র–সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে।
বৈঠকে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, ছাত্র–শিক্ষক বন্ধন তৈরি করার জন্য প্রতিনিধিরা কাজ করবেন। ষড়যন্ত্রকারীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না, তাই তারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সে ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। সবার ঐক্য আর সম্মিলিত উদ্যোগে নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাওয়ার প্রত্যাশা করেন তাঁরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ৩৮ টি বিভাগের প্রতিনিধি নিয়ে জবি সংস্কার আন্দোলন নামের প্ল্যাটফর্মটি গঠন করা হবে। ৩৮ বিভাগের প্রতিনিধির মাধ্যমে সেখান থেকে ১০ জনের একটি কমিটি গঠন করা হবে। যারা নির্দেশনা দেবেন। তবে শিক্ষার্থীরা চাইলে যেকোনো সময় এই কমিটি পরিবর্তন করতে পারবেন। আজকে বৈঠকে ২৪ টি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিছু বিভাগের ভোটগ্রহণ এখনও শেষ হয়নি তাই তাঁরা উপস্থিত হতে পারেননি।
নূর নবী আরও বলেন, আগামীকাল দুপুর ১২টায় কাঁঠাল তলায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য, রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রক্টর নিয়োগের দাবিতে ছাত্র-সমাবেশ ও বিক্ষোভ মিছিলও ডাকা হয়েছে।
বৈঠকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবর্ণনীয় সমস্যার মধ্যে শিক্ষাজীবন শেষ করে। এখানে ভিসি আসে ভিসি যায়, কিন্তু আমাদের সমস্যা সমস্যাই রয়ে যায়। তাই আমরা চাই আমাদের অভিভাবক যিনি হবেন তিনি যেন আমাদের সমস্যাগুলো সম্পর্কে আগে থেকে অবগত থাকেন এবং দায়িত্ব পাওয়ার পরই সমাধানে উদ্যোগ নেন।
নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে নিজস্ব প্রতিনিধি না আসবে, এ বিশ্ববিদ্যালয় ততদিন অবহেলিত থেকেই যাবে। এটাকে শুধু কলোনি হিসেবে ব্যবহার করেই যাবে যা আগেও আমরা দেখছি। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য এর ভেতর থেকেই প্রতিনিধি নিয়োগ দেওয়া উচিত।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘জবি সংস্কার আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ প্ল্যাটফর্মের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে শিক্ষার্থীরা কিছু উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেন। উদ্যোগগুলো হলো—
জবির উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত আজই সংগ্রহ করা হবে, প্রতিনিধিরা সে ব্যাপারে মতামত দেবেন; অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সঙ্গে কথা হয়েছে আগামীকাল রোববার ধূপখোলা মাঠ জবির ছাত্রদের কাছে হস্তান্তর করার বিষয়ে আলোচনা চলছে। নিশ্চিত হতে পারলে প্রশাসনের সহযোগিতায় আনন্দ মিছিল ধূপখোলা যাবে।
যেই শিক্ষকেরা আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন বিভাগ ভিত্তিক তাঁদের তালিকা করা হবে। যারা আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাঁদের তালিকা তৈরি করা হবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনায় প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামীকাল দুপুর ১২টায় কাঁঠাল তলায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য, রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রক্টর নিয়োগের দাবিতে ছাত্র–সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে।
বৈঠকে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, ছাত্র–শিক্ষক বন্ধন তৈরি করার জন্য প্রতিনিধিরা কাজ করবেন। ষড়যন্ত্রকারীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না, তাই তারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সে ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। সবার ঐক্য আর সম্মিলিত উদ্যোগে নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাওয়ার প্রত্যাশা করেন তাঁরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ৩৮ টি বিভাগের প্রতিনিধি নিয়ে জবি সংস্কার আন্দোলন নামের প্ল্যাটফর্মটি গঠন করা হবে। ৩৮ বিভাগের প্রতিনিধির মাধ্যমে সেখান থেকে ১০ জনের একটি কমিটি গঠন করা হবে। যারা নির্দেশনা দেবেন। তবে শিক্ষার্থীরা চাইলে যেকোনো সময় এই কমিটি পরিবর্তন করতে পারবেন। আজকে বৈঠকে ২৪ টি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিছু বিভাগের ভোটগ্রহণ এখনও শেষ হয়নি তাই তাঁরা উপস্থিত হতে পারেননি।
নূর নবী আরও বলেন, আগামীকাল দুপুর ১২টায় কাঁঠাল তলায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য, রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রক্টর নিয়োগের দাবিতে ছাত্র-সমাবেশ ও বিক্ষোভ মিছিলও ডাকা হয়েছে।
বৈঠকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবর্ণনীয় সমস্যার মধ্যে শিক্ষাজীবন শেষ করে। এখানে ভিসি আসে ভিসি যায়, কিন্তু আমাদের সমস্যা সমস্যাই রয়ে যায়। তাই আমরা চাই আমাদের অভিভাবক যিনি হবেন তিনি যেন আমাদের সমস্যাগুলো সম্পর্কে আগে থেকে অবগত থাকেন এবং দায়িত্ব পাওয়ার পরই সমাধানে উদ্যোগ নেন।
নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে নিজস্ব প্রতিনিধি না আসবে, এ বিশ্ববিদ্যালয় ততদিন অবহেলিত থেকেই যাবে। এটাকে শুধু কলোনি হিসেবে ব্যবহার করেই যাবে যা আগেও আমরা দেখছি। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য এর ভেতর থেকেই প্রতিনিধি নিয়োগ দেওয়া উচিত।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে