নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল বিদেশ যেতে পারবেন। তবে তাঁকে ফিরতে হবে তিন মাসের মধ্যে। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো. জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তাঁর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদেশে বলা হয়েছে, তাফসির আওয়াল বিদেশ গেলে তিন মাসের মধ্যে ফিরে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে যে, তিনি ফিরে এসেছেন।
তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর গত ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাফসির আওয়ালের বিদেশ যাওয়া বন্ধ হয়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান।
গত ১৬ মার্চ রিট আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালকে নির্দেশ দেওয়া হয়। তাফসির আওয়াল এসব তথ্য দেওয়ার পর গত ৩ মে আবার শুনানি হয়। পরে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
আদালতে এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল বিদেশ যেতে পারবেন। তবে তাঁকে ফিরতে হবে তিন মাসের মধ্যে। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো. জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তাঁর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদেশে বলা হয়েছে, তাফসির আওয়াল বিদেশ গেলে তিন মাসের মধ্যে ফিরে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে যে, তিনি ফিরে এসেছেন।
তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর গত ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাফসির আওয়ালের বিদেশ যাওয়া বন্ধ হয়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান।
গত ১৬ মার্চ রিট আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালকে নির্দেশ দেওয়া হয়। তাফসির আওয়াল এসব তথ্য দেওয়ার পর গত ৩ মে আবার শুনানি হয়। পরে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
আদালতে এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
আবিদুল বলেন, ‘মেয়েদের হলে আরও একটি সমস্যা আছে। তা হলো, কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর তাঁর বাসা থেকে মা-বাবা এলে বাইরে বসে থাকতে হয়। তাঁর মাকেও গেস্টরুমের বাইরে যেতে দেওয়া হয় না। এগুলো এক ধরনের প্রতিবন্ধকতা ও কালাকানুন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সুবিধা ও সুযোগ দরকার।
১০ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরে সুরাইয়া ইয়াসমীন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হলদিবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পার্বতীপুর পৌরসভার সুরাইয়া পৌর শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী।
২৩ মিনিট আগেতিনি বলেন, মহাখালীর টিভি গেট এলাকায় চাঁদপুর ড্রাগ হাউস নামে ওষুধের দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় পুবাইলের বাঁধন এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে চাঁদাবাজির পর পালিয়ে যাওয়ায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
২৭ মিনিট আগেহাসপাতালে নানা অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে রংপুরে এসে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে, এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কী করছি? কী করতে পারব? এটা আমরা এককভাবে কিছু করতে পারব না। এটাতে জনগণের সম্পৃক্ততা লাগবে।
৩১ মিনিট আগে